ডাক্তার ও নার্সদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিপিই ও গগল বিতরণ

SHARE

করোনাভাইরাস সংক্রমণ মোকবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও নার্সরা নিরন্তর কাজ করে যাচ্ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নিজস্ব অর্থায়নে পিপিই ও গগল বিতরণ করা হয়েছে।

করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে-এ অবস্থায় আজ শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম এমপির পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানদের হাতে প্রতিরোধমূলক এক কাটুন পিপিই ও এক কাটুন গগল তুলে দেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আক্তারুজ্জামান বলেন, ‘বৈশ্বিক মহামারির সময়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে জরুরি ভিত্তিতে পিপিই সরবরাহ প্রয়োজন। করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স এবং স্বাস্থ্যকর্মীরাই সম্মুখ সারিতে রয়েছে। এ মহামারির সময় সকল ধরনের সহযোগিতার জন্য এই সঙ্কটকালীন সময়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই করোনাভাইরাস মোকাবেলায় সবার সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। তবে স্বাস্থ্য সেবা দাতাদের আত্মবিশ্বাসের সাথে সেবা দেওয়ার জন্য সঠিক ও গুণগত মানের পণ্য সহায়তা দেওয়ার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, এ মহামারির প্রভাবে এক অভুতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মানুষ। এ অবস্থায় মানসম্পন্ন পিপিই, গগল এবং অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর নিশ্চিত করা খুবই গুরুত্পূর্ণ। এ মহামারি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামের সুযোগ নিশ্চিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছে। তবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে এ পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।