পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আবারো আগুন, দগ্ধ ২

SHARE

পুরান ঢাকার রায়সাহেব বাজারে কেমিক্যাল গোডাউনে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ জুন) সকালে ৪৯, লালচাঁন মুকিম লেনের তিনতলা বাড়ির কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজনের নাম রকি (২৮)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, তিনতলা বাড়ির নিচতলায় নিকেল তৈরির কেমিক্যালের গোডাউন। দোতালায় রাবার তৈরির কেমিক্যাল ও নাট-বল্টুর গোডাউন। সকাল ৭টার দিকে নিচতলায় নিকেলের গোডাউনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৮টায় ‌আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নিচতলা ও দোতলার গোডাউনের কেমিক্যাল পুড়ে গেছে।

রাসেল সিকদার আরো বলেন, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।