
পল্লবীতে নিহত সাগরের বাবা মো. নাসির অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় কালাপানির ঢালের বটতলায় স্থানীয় গাঁজাসেবী সাদ্দাম, আলমগীরসহ কয়েকজন সাগরের কাছে ১০ টাকা চায়। সাগর দিতে অস্বীকৃতি জানালে ওরা তাঁকে ব্যাপক মারধর করে। পরে স্বজনরা সাগরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শক্রিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার ব্যাপারে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, ‘বস্তি এলাকায় সামান্য বিষয় নিয়ে ঝগড়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে আটক ও মামলার প্রক্রিয়া চলছে।’