ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে

SHARE

সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিল দুই নম্বর অবস্থানে উঠেছে। আর তালিকার সবার উপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ব্রাজিলে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখে বিপদ বুঝে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস।

গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভিসা আবেদন করার আগের ১৪ দিন কেউ ব্রাজিলে থেকে থাকলে, আপাতত তার প্রবেশ নিষিদ্ধ। তবে এ সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ওয়াশিংটন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পরিস্থিতির কারণেই সাময়িক এই নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। করোনা-রুখতে ব্রাজিলও বিদেশিদের জন্য ২৭ মার্চ থেকে দরজা বন্ধ রেখেছে।

করোনা আক্রান্তের নিরিখে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত তিন লাখ ৭৬ হাজার ছয়শ ৩৯ জন এবয় মারা গেছে ২৩ হাজার পাঁচশ ২২ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ লাখ ছয় হাজার দু’শ ২৬ জন এবং মারা গেছে ৯৯ হাজার আটশ পাঁচজন।

সূত্র : সিএনএন