চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিন নিহত হওয়ার ঘটনায় রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে তারা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. আসাদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘র্যাবের হাতে তুহিন নিহত হওয়ার ঘটনায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে।’
নিহত আসাদুল্লাহ তুহিন চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের র্যাব কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল দাবি করেন, সোমবার রাত ৩টার দিকে র্যাবের গাড়ি থেকে পালানোর সময় তুহিন ট্রাকচাপায় নিহত হন। আটক তুহিনের তথ্য অনুযায়ী ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তবে তুহিনের স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।