তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চলমান সঙ্কট সমাধানে বিএনপির সঙ্গে আলোচনার টেবিলে নয়, রাজপথে মোকাবেলা হবে। বিএনপি নেত্রী যদি গ্যারান্টি দেন যে নাশকতা করবেন না, মানুষ পুড়িয়ে হত্যা করবেন না তাহলে বিএনপিকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত এক সংলাপে একথা বলেন তিনি।
সরকারকে যারা আলোচনার পরামর্শ দিচ্ছেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ যারা সরকারকে আলোচনার পরামর্শ দিচ্ছেন তাদেরকে বলব সরকার নয়, আগে খালেদা জিয়াকে নাশকতা, জ্বালাও-পোড়াও বন্ধ করার পরামর্শ দিন।’
দিনক্ষণ বেঁধে সন্ত্রাস দমন হয় না জানিয়ে করে তিনি বলেন, ‘প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।’
বিএনপি চেয়ারপারস খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের রাণী’ আখ্যা দিয়ে ইনু বলেন, ‘বোমাবাজদের যদি কারাগারে যেতে হয়, তবে উসকানিদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থান হবে কাশিমপুর কারাগারে। খালেদা জিয়া যদি জঙ্গিবাদ না ছাড়েন, নাশকতা বন্ধ না করেন- তাহলে আলোচনার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া হলেন নাশকতার রাণী। অশান্তির রাণী, সন্ত্রাসের রাণী। উনি বাংলাদেশের রাজনীতির শনি।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘অসাংবিধানিক পথে ক্ষমতায় আসার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক নাশকতার ঘটনায় সারাদেশে সাত হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’