জেগে উঠল কলিমা

SHARE

kolimaরোববার জেগে উঠল কলিমা আগ্নেয়গিরি৷পশ্চিম মেক্সিকোর এই আগ্নেয়গিরি ‘আগুনের আগ্নেয়গিরি’ নামে পরিচিত৷

বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে লাভা ও ছাই৷এর জেরে ওই এলাকার আকাশ হাজার মিটার পর্যন্ত ছাইতে ঢেকে গিয়েছে বলে প্রশাসণ সূত্রে জানা গিয়েছে৷ কয়েকবছর অন্তরই কলিমা থেকে অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাতের জন্য আগ্নেয়গিরির চারপাশের এলাকা খালি করে দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে। তবে আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় বসবাসকারী টুক্সপান, জ্যাপোটিলটিক এবং সিউড্যাড গুজমান সম্প্রদায়ের মানুষজনকে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।