ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়াল

SHARE

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ১৯৪ জনে পৌঁছেছে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মোট ২ হাজার ৫৫১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে, করোনা আক্রান্ত ৩ হাজার ৭৬৩ নতুন রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২৬ হাজার ৪০০ জন রোগী করোনা মুক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী- করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯২২। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যটিতে ১ হাজার ৪৯৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে একইসময়ে, করোনাভাইরাসের কারণে ৫৪ জন মারা গেছে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯৭৫ জনে পৌঁছেছে।

দ্বিতীয়স্থানে থাকা গুজরাটে এ পর্যন্ত ৯ হাজার ২৬৭ জন আক্রান্ত এবং ৫৬৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩৬৪ নয়া সংক্রমণ ও ২৯ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুতে ৯ হাজার ২২৭ জন আক্রান্ত এবং ৬৪ জন মারা গেছেন। রাজধানী দিল্লিতে ৭ হাজার ৯৯৮ জন আক্রান্ত এবং ১০৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ২ হাজার ২৯০ জন আক্রান্ত ও ২০৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৭ টি নয়া সংক্রমণ ও ৯ জন মারা গেছেন।