যুক্তরাষ্ট্রে ফের পড়ে যেতে পারে তেলের দাম

SHARE

আবারো আমেরিকায় তেলের দাম ব্যাপকভাবে কমে যেতে পারে এবং তা জিরো ডলারের নিচে নেমে যেতে পারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের জুন কন্টাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। আগামী ১৯ মে কন্টাক্ট শেষ হবে।মার্কিন কমোডিটিস রেগুলেটর দেশটির ব্রোকারস, এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং হাউসগুলোকে এ সতর্কবার্তা দিয়েছে। এর আগে এপ্রিল মাসে স্মরণকালের সবচেয়ে কম দামে আমেরিকায় জ্বালানি তেল বিক্রি হয়েছে যা জিরো ডলারের নিচে নেমে যায়। এ ধরনের দরপতন হলে ব্যবসায়ী এবং ফিউচার ব্রোকারদেরকে নতুন করে ক্ষতির মুখে পড়তে হবে।

আমেরিকার কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন বা সিএফটিসি বলছে, “মে মাসে অসম্ভব রকমের অস্থিতিশীলতা এবং নেতিবাচক দামের অভিজ্ঞতা থেকে আমরা এই সতর্কবার্তা উল্লেখ করছি।”আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে ব্যাপকভাবে তেলের ব্যবহার কমে যায়।