অধিনায়কত্ব নয়, মাঠে ফেরা নিয়ে ভাবছি: সাকিব

SHARE

অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। মাঠে ফেরার বিষয়ে ভাবছি। ডয়েচে ভেলের সঙ্গে লাইভ আড্ডায় এমনই কথা জানিয়েছেন বাংলাদশে ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  সাকিব বলেন, যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। সেটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। বলতে পারেন নিজের সঙ্গে নিজের লড়াই। এই একটিই চ্যালেঞ্জ আমার কাছে।’

অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, আপাতত ভাবছি মাঠে ফেরা নিয়ে। এটা (অধিনায়কত্ব) নিয়ে পরে ভাবা যাবে। এখন অপেক্ষা করছি এই ৪-৫ মাস কিভাবে কাটাবো এই ভেবে। আমি মাঠের মানুষ। মাঠে যেতে না পারাটা আমার জন্য কষ্টের। আমি কোথায় খেলছি সেটা কথা নয়। মাঠে ক্রিকেট খেলতে পারাটাই আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে দুই বছরের নিষিদ্ধ হন। তবে নিজের দোষ স্বীকার করায় একবছরের সাজা কমানো হয় সাকিবের। নিষিদ্ধ হওয়ার আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডারের তালিকায় ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।টেস্টে ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের তালিকায় ছিলেন সেরা তিনে।  টি-২০’তে অলরাউন্ডারের তালিকায় ৩৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে ছিলেন সাকিব।