সাধারণ ছুটির মধ্যেও রাজধানীর রাস্তায় রীতিমতো যানজট

SHARE

করোনা সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। কিন্তু রাজধানীতে স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন। ১৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করা হলেও রাস্তার চিত্র দেখে তা বোঝার উপায় নেই। কোথাও কোথাও দেখা গেল রীতিমতো যানজট। সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশনা মানছেন না কেউই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও খুব একটা চোখে পড়েনি তেমন একটা।
সোমবার (৪ঠা মে), সকাল থেকে রাজধানীর প্রায় সব সড়কেই রীতিমতো স্বাভাবিক সময়ের মতোই যানজট ছিলো। নগরীর বিভিন্ন সড়কে যাতায়াতে তুলনামূলক বেশি সময় ব্যয় করতে হয় নগরবাসীকে। রাজধানীর বিভিন্ন প্রবেশ পথেও গত কয়েক দিনের তুলনায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে।
স্বল্প আয়ের মানুষেরা যারা রাস্তায় বের হচ্ছেন তারা বলছেন, পেটের দায়ে বের হচ্ছেন তারা। আবর কেউ কেউ বলছেন বিশেষ প্রয়োজনেই বের হতে হচ্ছে তাদের।
হঠাৎ করে রাস্তায় এত গাড়ি কেন তা জানা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। তার বলছেন, এখন কেউই কোনও নিয়ম মানতে চাইছেন না। এদিকে, রাস্তাঘাটে আগের মতো পুলিশ চেকপোস্টও দেখা যায়নি।