রাজধানীর ১০ বিপজ্জনক হটস্পট

SHARE

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) সাতজনের মৃত্যু হয়েছে, যাদের পাঁচজনই ঢাকার বাসিন্দা। এছাড়া রাজধানীর ১০টি হটস্পট রয়েছে, যা করোনাভাইরাস ছড়ানোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জন।

ব্রিফিংয়ে রাজধানীর যে ১০টি বিপজ্জনক স্থানের কথা বলেন তিনি সেগুলো হলো- রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী ও মিটফোর্ড (একইসংখ্যক আক্রান্ত)। এছাড়া মিরপুর-১৪ ও তেজগাঁও (একইসংখ্যক আক্রান্ত) এবং ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরার (একইসংখ্যক আক্রান্ত) কথা উল্লেখ করেন তিনি।