কারফিউ শিথিল করেছে সৌদি আরব

SHARE

প্রায় একমাস পর মক্কা এবং আগে থেকে রেড এলার্টে রাখা কিছু এলাকা বাদে পুরো সৌদি আরব কারফিউ মুক্ত করা হয়েছে। কারফিউ প্রত্যাহারের সময়সীমা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। রমজান উপলক্ষ্যে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত কারফিউ মুক্ত থাকবে সৌদি আরব।

২৯ এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সৌদি আরবের সমস্ত এলাকায় উল্লেখিত সময়ে আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে শপিংমল, পাইকারি ও খুচরা বিক্রেতা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে পারবেন। নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিসমূহ তাদের কার্যক্রমও উল্লেখিত সময়ের মধ্যে চালু রাখতে পারবে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ। এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে কার্যক্রম চালু রাখতে হবে। তবে সেলুন, বিউটি পার্লার, হেলথ ক্লাব,বিনোদন কেন্দ্র, রেস্তোরা, ক্যাফে, সিনেমা আগের মতই বন্ধ থাকবে।