পাঁচ দিনে ৮৩৩ জনকে দেশে আনল ইউএস-বাংলা

SHARE

ভারতের চেন্নাইয়ে চিকিৎসায় গিয়ে লকডাউনের কারণে আটকে পড়া মোট ৮৩৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্যে আজ শনিবার চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচ জন শিশুসহ মোট ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দুপুর ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। চেন্নাই থেকে বাংলাদেশিদের দেশে ফিরে আনতে এটিই ছিল ইউএস-বাংলার শেষ ফ্লাইট।

বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এ নিয়ে পাঁচ ফ্লাইটে চেন্নাই থেকে মোট ৮৩৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।’

বিমানবন্দর সূত্র জানায়, যারা ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে লকডাউনে আটকে পড়া ১৬৩ জন বাংলাদেশি নাগরিক দিল্লি থেকে দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।