করোনা পরীক্ষা বিনামূল্যে বাসাতেই, দুবাইয়ে বয়স্কদের জন্য উদ্যোগ

SHARE

হাসপাতালে মানুষের অতিরিক্ত চাপ কমাতে এবার বাসায় করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে দুবাইতে। দুবাইয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম এক প্রতিবেদনে জানায়, ‘মোবাইল ল্যাবরেটরি ইউনিট’ (এমএলইউ) চালু করেছে দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেস (ডিসিএএস)। এর মাধ্যমে বয়স্ক এবং অক্ষমদের বাসা-বাড়িতে এসেই করোনা পরীক্ষা করা হয়। আর এ পরীক্ষা দেয়ার জন্য কোনা বাড়তি মূল্য দেয়া লাগে না।

এমএলইউ জানায়, হাসপাতালে যাতে মানুষের বাড়তি ভিড় না হয় এবং ঝুঁকিপূর্ণ যারা রয়েছেন তাদের সুরক্ষার জন্যই আমাদের এ উদ্যোগ। বাসা-বাড়িতে যেসব পরীক্ষা করা হবে তার জন্য অর্থ গুণতে হবে না। ডিসিএএস জানায়, আমাদের অ্যাম্বুলেন্সে করোনভাইরাস পরীক্ষা ও রোগীর নিরাপত্তার জন্য সব ধরণের সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।

আরব বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও হানা দিয়েছে করোনাভাইরাস। এ দশের সবচেয়ে জনবহুল শহর দুবাই। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮১ জন। মারা গেছেন ৬৪ জন।

সূত্র: আরব নিউজ