সুস্থ হলেন সাত পুলিশ, নতুন আক্রান্ত ডাক্তার-নার্স

SHARE

গোপালগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে এবার শনাক্ত হয়েছেন ডাক্তার ও নার্স। অন্যদিকে আগে আক্রান্ত মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩০ জন আইসোলেশনে রয়েছেন। মুকসুদপুরের সাত পুলিশ ও টুঙ্গিপাড়ার এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হলেও তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হলে নতুন দুজনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, অন্যজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্যসহ ১৯জন, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয় জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাত জন ও কোটালীপাড়া উপজেলায় ২জন। তাদের মধ্যে মোট নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।