কর্মীদের একদিনের মূল বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক

SHARE

করোনাভাইরাসের সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূল বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই অভ্যন্তরীণ সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।