বিমানের কেবিন ক্রু করোনায় আক্রান্ত

SHARE

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কেবিন ক্রু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি একজন জুনিয়র পার্সার। তার বাসা মিরপুর এলাকায়। গত ৩০ মার্চ তিনি ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, লন্ডন থেকে ফেরার পরপরই তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। গত সপ্তাহে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে গতকাল রিপোর্ট দেয়। রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারিরিক অবস্থা খারাপ। একই সঙ্গে তার পরিবারের সব সদস্য ও ওই ফ্লাইটের সব ক্রুদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে ফ্লাইট শেষে কেবিন ক্রুদের কোয়ারেন্টাইনে না পাঠানোয় আরো অনেকে করোনা আক্রান্ত হওয়ার আশংকা করছেন।
বিমান বাংলাদেশ কেবিন ক্রু অ্যসোসিয়েশনের একজন কর্মকর্তা করোনা আক্রান্ত এই কেবিন ক্রুর রোগ নিরাময়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে বিমানের কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক দুরত্ব রক্ষা করে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।