অস্ট্রেলিয়ায় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আরো এক বছর

SHARE

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কোন ওষুধ নেই, ভ্যাকসিন নেই। ঘাতক এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলাই তাই একমাত্র সমাধান। গবেষকেরাও বলছেন, শুধু সামাজিক দূরত্বের নিয়মকানুন মানলেই করোনার সংক্রমণে অর্ধেক মৃত্যু ঠেকানো সম্ভব।

তবে কবে থামবে ঝড়? কতো দিন মেনে চলতে হবে সামাজিক দূরত্ব? এই কয়দিনেই অধৈর্য হয়ে পড়েছে মানুষ। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার (১৭ এপ্রিল) বলছেন, নভেল করোনার বিরুদ্ধে কোনও ভ্যাকসিন না পাওয়া গেলে অস্ট্রেলিয়ায় সামাজিক দূরত্বের ব্যবস্থা এক বছর বা তারও বেশি সময়ের জন্য অব্যাহত থাকতে পারে।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে স্কট মরিসন উল্লেখ করেছিলেন যে, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কোনও গ্যারান্টি নেই। কর্তৃপক্ষ সংক্রমণের বিস্তার রোধে তাই আগামী চার সপ্তাহের জন্য দেশে লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

মরিসন বলেছেন, সার্স বা মার্স ভাইরাসের জন্যও কোন ভ্যাকসিন ছিল না এবং সামাজিক দূরত্ব এমন একটি বিষয় যেটাতে আমাদের খুব অভ্যস্ত হওয়া উচিত।

শুক্রবার পর্যন্ত দেশটিতে কভিড -১৯ এ রোগে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

সূত্র- আনাদুলি এজেন্সি।