পাথওয়ের সাহসী যোদ্ধারা হাসপাতালে পৌছে দিলো করোনা আক্রান্ত রোগী

SHARE

“পাথওয়ে” মূলত একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের যোদ্ধারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সুন্দর, সভ্যভাবে গড়ে তোলার জন্য সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠনের পরিচালক ইমারত হোসেন ইমু তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় “ এই বিপদের দিনে যারা হাসপাতালে যেতে গাড়ি পাচ্ছেন না। তাদেরকে আমি গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবো”। “পাথওয়ে” সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ শাহীন স্ট্যাটাসটি দেখে সিদ্ধান্ত গ্রহন করেন আমরা হাসপাতালে নেওয়ার পাশাপাশি প্রয়োজনে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে প্রয়োজনে তাদের দাফনের কাজও “পাথওয়ে” করবে।

প্রতিদিন সাধারন রোগীদের হাসপাতালে নেওয়ার পাশাপশি আজ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে পাথওয়ের সাহসী যোদ্ধারা হাসপাতালে পৌছে দিলো। মৃত্যুর ভয়ে যেখানে নিজের পরিবারের মানুষ ভয়ে দূরে থাকে। সেখানে পাথওয়ের সাহসী যোদ্ধারা নিজেদেরে জীবনের মায়া না করে লালবাগ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে উত্তরার রিজেন্ট হাসপাতালে পৌছে দিলো। যিনি আক্রান্ত হয়েছেন তাকে আইইডিসিআর থেকে গত ৮এপ্রিল জানানো হয় তার করোনা পজিটিভ এবং বাসায় থেকে চিকিৎসার করণীয় পরামর্র্শ দেওয়া হয়। কিন্তু আজ তার শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে যাওয়ার জন্য “পাথওয়ে” কে কল করলে সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ শাহিন সহ অন্য সদস্যরা আক্রান্ত রোগীর বাসা থেকে তাকে হাসপাতালে পৌছে দেয়। যারা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান তারা হতে পারেন পাথওয়ের গর্বিত সদস্য।

সংগঠনটির ওয়েবসাইট : www.pathwaybd.org