করোনা থেকে সেরে উঠছেন পর্বতারোহী ওয়াসফিয়া!

SHARE

নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। তবে তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন।
আজ ফেইসবুকে নিজেই সেই সুসংবাদ জানিয়েছেন ওয়াসফিয়া।
ওয়াসফিয়া নাজরীন লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা! যদিও অন্য যে কোন সময়ের তুলনায় আজকে মন খুবই খারাপ, অতিমাত্রায় বাংলাদেশকে ও সবাইকে মিস করছি, মিস করছি শাড়ি পড়ে উৎসব আয়োজনে যোগ দেয়া। তবুও আজকের দিনে একটা ভালো খবর শেয়ার করছি। একটা টেস্টের অনুযায়ী জানতে পারলাম আমার শরীর থেকে আপাতত কোভিড ভাইরাসের বিদায় ঘটেছে। ডাক্তার বললেন, গত তিন দিন ধরে আমি ভাইরাসমুক্ত। যদিও রক্ত এবং বুকের ইনফেকশন টেস্ট করানোর অপেক্ষায় আছি এখনো। ’
তিনি আরো লিখেন, ‘এই মুহূর্তে আমি ভাইরাস মুক্ত… নিউমোনিয়া সংশ্লিষ্ট রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়াটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, এক্স-রে রেসাল্ট আসলে বুজবো পুরা হিসাব। তাই নিজের ১০০% ফিরে আসতে আমার এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রায় আমার পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমি।
পৃথিবীর প্রতিটি কোণা থেকে পাঠানো আপনাদের দোয়া আর ভালোবাসা আমি অনুভব করতে পেরেছি ও পারছি… আজ প্রথমবারের মত (ডাক্তার থেকে অনুমুতি পাওয়ার পর) প্রচন্ড কান্তি থাকা সত্ত্বেও, নিজের ভেতরের সমস্ত শক্তি একত্র করে প্যাসিফিক সাগরের তীর ধরে হেঁটে আসলুম। ঠান্ডা অনুভব করার আগ পর্যন্ত কিছুক্ষণ মেডিটেশন করে ঘরে ফিরলুম। সামিট পৌঁছানোর যেমন কোন শর্টকাট নেই … আমি আপাতত সন্তুষ্ট যে একের পর এক ঝড় আর ধ্বস অতিক্রম করে অন্তত বেজক্যাম্পে পৌঁছাতে পেরেছি। নতুন বছরে মুছে যাক সকল প্রকার গ্লানি.. সবাইকে অনেক অনেক কোভিড মুক্ত ভালোবাসা। ’