জেলা প্রশাসনের উদ্যোগে ৬০৮ পরিবারে ত্রাণ বিতরণ

SHARE

সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ রবিবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও ঢাকার উপজেলাগুলোতে ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৮টি মামলা এবং ৬৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসনের উদ্যোগে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকার জেলা প্রশাসন সূত্র আরো জানায়, মোবাইল কোর্ট পরিচালনা ছাড়াও ৩৩৩ কল সেন্টার ও ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে পাওয়া ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশনসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৬০৮টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। এ ছাড়া টিসিবির বিক্রয়কেন্দ্র ও ওএমএস বিক্রয় কেন্দ্রগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন।