মাস্ক উৎপাদনে নেমেছে এবার গাড়ি কম্পানি

SHARE

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতিতে এবার ফেস মাস্ক উৎপাদনে নেমেছে জার্মান গাড়ি কম্পানি বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির সিইও ওলিভার জিপসে বলেন, কর্মীদের সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা ফেস মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিদিন কয়েক লাখ ফেস মাস্ক উৎপাদন করতে পারব।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে নিজস্ব মজুদ থেকে সরকারকে এক লাখ মাস্ক সরবরাহ করেছি। আজও ৫০ হাজার মাস্কের পাশাপাশি ১০ লাখ মেডিক্যাল গ্লোবস দিচ্ছি। আগামী দুই সপ্তাহে আরো ১০ লাখ মাস্ক দেব। এ কর্মকর্তা আরো জানান, বিএমডব্লিউর গাড়ি উৎপাদন বর্তমানে স্থগিত রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। প্রসঙ্গত, নামিদামী গাড়ি উৎপাদনে বিশ্বজুড়ে বিএমডব্লিউর ব্যাপক খ্যাতি রয়েছে।

সূত্র: রয়টার্স