দেড় লাখ কর্মী ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পে চাকরি হারাতে পারেন

SHARE

করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এর সংক্রমণ থেকে রেহাই পেতে গোটা দুনিয়াতেই চলছে লকডাউন। এর ফলে উত্পাদন বন্ধ, পর্যটন বন্ধ, অন্যান্য ব্যবসাও বন্ধ। এর মারাত্মক প্রভাব পড়তে পারে কাজের বাজারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে যাঁরা কাজ করেন তাদের মধ্য বহু লোকের কাজ হারানোর সম্ভাবনা প্রবল।

এই সংখ্যাটা দেড় লাখও হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ছোট তথ্যপ্রযুক্তি সংস্থার ওপরে। এই মতের সঙ্গে সহমত জানান সিআইইএল এর সিইও আদিত্য নারায়ণ মিশ্র।

ভারতে বর্তমানে তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করেন ৪০-৪৫ লাখ মানুষ। এদের মধ্যে ছোট সংস্থায় রয়েছেন ১০-১২ লাখ কর্মী।

সবচেয়ে বড় ৫ তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন ১০ লাখ কর্মী।ভারতের এই মুহূর্তে প্রতি বছর ১ কোটি চাকরির প্রয়োজন।