সিঙ্গাপুরে বাড়ির দাম কমালো করোনা

SHARE

বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর সিঙ্গাপুর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সে দেশটিতে কমে যাচ্ছে বাড়ির দাম। একদশকের মধ্যে সবচেয়ে বড় সংকোচনের মুখে পড়েছে অর্থনীতি। আজ বুধবার দেশটির আরবান ডেভেলপমেন্ট অথোরিটি প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) দেশটিতে বাড়ির দাম কমেছে ১.২ শতাংশ। আগের প্রান্তিকে বাড়ির দাম ০.৫ শতাংশ বেড়েছিলো।

করোনাভাইরাস ঠেকাতে দেশটির সরকার নতুন সামাজিক দূরত্ব আইন প্রয়োগ করেছে। এর ফলে দশজনের বেশি মানুষ কোথাও জমায়েত হতে পারে না। এতে অনেক খাতেই কেনাকাটা কমেছে। বিশেষকরে বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা ও এজেন্টের যোগাযোগ এখন সিমীত হয়ে পড়েছে। অনেকেই মুখোমুখি আলোচনায় বসতে চাইছেনা করোনা সংক্রমনের আশঙ্কায়।
১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পর এটিকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচন মনেকরছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে দেশটির সরকার দ্বিতীয় দফায় অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে। আশা করা হচ্ছে এতে জিডিপি ১১ শতাংশ সহায়তা পাবে। ব্লুমবার্গ।