হোম কোয়ারেন্টিনে বিদেশফেরত এমপি দবিরুল ইসলাম

SHARE

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আবাসস্থল ন্যাম ফ্ল্যাটে স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে আছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম। সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন বলে সরকারের নির্দেশনা মেনেই তিনি হোম কোয়ারেন্টিন পালন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে এমপি দবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাংককে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে একটি অস্ত্রোপচারের কথা ছিল। সে জন্য হাসপাতালের আইসিইউ প্রয়োজন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওখানকার হাসপাতালগুলোর আইসিইউ করোনা রোগীদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। তাই অপারেশন না করেই দেশে ফিরতে হয়েছে। দেশে ফিরে নিজ দায়িত্বেই কোয়ারেন্টিনে আছি। বডিগার্ড ছাড়া আমার সঙ্গে এখন আর কেউ নেই।

উল্লেখ্য, মো. দবিরুল ইসলাম সাতবার নির্বাচিত সংসদ সদস্য। বেশকিছু দিন তার শারীরিক অবস্থা তেমন ভালো নয়। সংসদে গেলে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। যে কারণে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার বিদেশ থেকে আগতদের ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়ায় তা পালন করছেন তিনি।