বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের শুভেচ্ছাবার্তা

SHARE

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকার এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি। যদিও শুভেচ্ছাপত্রে ২৬ মার্চ দিনটিকে ‘ন্যাশনাল ডে’ বা ‘জাতীয় দিবস’ লেখা হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়ার নীতিতে বিশ্বাসী হয়ে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখতে আমাদের দুই দেশের আন্তরিক ইচ্ছা রয়েছে।

ইমরান খান লিখেছেন, বাংলাদেশের ভাতৃসম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করছি।