ভারতের পাশে চীন, কৃতজ্ঞতা প্রকাশ

SHARE

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেভাবে চীনের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করল বেইজিং। ভারতকেও প্রয়োজনে এই প্যানডেমিক মোকাবিলায় সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিলো চীন। ভারত এই যুদ্ধে তাড়াতাড়ি জয়লাভ করবে বলে আশাপ্রকাশ করেছে তারা।

বুধবার নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষে থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে চীনা কাউন্সিলর জি রোং বলেন, ‘ভারতকে ইতোমধ্যে কোভিড-১৯ এর মোকাবিলায় আর্থিক সাহায্য পাঠানো শুরু করেছে চীন। আমরা যেকোনো প্রয়োজনে ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত।’ এই কঠিন সময়ে চীন ও ভারত একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে জানানো হয়েছে।

ভারত যেভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীনের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাতে ধন্যবাদ জানিয়েছে চীন। এখন কিছুটা সামলে নিয়ে তারাও ভারতকে সাহায্য করতে প্রস্তুত। ভারত আগেই চীনে ১৫ টন মেডিক্যাল সামগ্রী চীনে পাঠায়। এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার এবং অন্যান্য জরুরি জিনিসপত্র।

সূত্র: এই সময়