হোয়াটস অ্যাপে গণধর্ষণের গুজব রটিয়ে মামলা খেলেন তরুণী

SHARE

whats appহোয়াটস অ্যাপে এক মহিলাকে গণধর্ষণ ও হত্যায় ভুয়া মেসেজ পাঠিয়ে বিভ্রান্তি ছাড়ানোর অভিযোগে ভারতের মিজোরামের রাজধানী আউজলে ২২ বছরের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২-৩ দিন ধরে হোয়াটস অ্যাপে এক মহিলাকে গণধর্ষণ ও হত্যার ভুয়া খবর প্রচার করে হচ্ছিল। যদিও পুলিশের কাছে এমন কোনো খবর ছিল না। শেষ পর্যন্ত এক পুলিশকর্মীর কাছেও পৌঁছায় ওই হোয়াটস অ্যাপ মেসেজটি। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে এমন কোনো ঘটনাই ঘটেনি। অথচ ঘটনা নিয়ে আইজল শহরে যথেষ্ট উষ্মা রয়েছে। এর পরই অনুসন্ধান করে দেখা যায় অভিযুক্ত তরুণী প্রথম মেসেজটি তার এক বন্ধুকে পাঠান। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে।

পুলিশের কাছে ওই তরুণীর সাফাই, ‘আমি তো মজা করে মেসেজটি পাঠিয়েছিলাম।’ তবে এ সব বলে নিস্তার মেলেনি তার। এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও বহুবার এমনই ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয়। গত সপ্তাহেও এক পঁচা-গলা দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনরোষ তৈরি হয়।