বাবুগঞ্জের ইউএনও বাসায় কোয়ারেন্টিনে

SHARE

দুই মাস চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার। তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে কোয়ারেন্টিনে আছেন। গত শনিবার তিনি দেশে ফেরেন।

ইউএনওর কার্যালয় থেকে জানা যায়, দেশে ফিরলেও ইউএনও তাঁর দায়িত্ব বুঝে নেননি। গতকাল রোববার থেকে শুরু করেছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টিন। তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান।

সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান জানান, ৩০ মার্চ ইউএনওর ছুটি শেষ হওয়ার কথা। তবে পরিস্থিতি বিবেচনায় এর আগেই দেশে ফেরেন তিনি। পরে সরকারের নিয়ম মেনে নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন।

ইউএনও সুজিত হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসাজনিত কারণে দুই মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলেন তিনি। যদিও করোনাভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ শরীরে নেই, তবুও সরকারি সিদ্ধান্ত মেনে কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’