শনিবার জাপার শান্তি সমাবেশ

SHARE

japaদেশে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার বিকেল ৩ টায় কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার জাতীয় পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে এ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে এরশাদের পক্ষ থেকে বলা হয়, দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকন্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। হিংসার রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে। এমনকি অবোধ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।

তিনি বলেন, অবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আগামী শনিবার রাজধানীতে শান্তি-সমাবেশের ডাক দেয়া হয়েছে।