অতিরিক্ত কেনাকাটা করবেন না: বাণিজ্যমন্ত্রী

SHARE

জনগণকে স্বাভাবিক কেনাকাটার পরিবর্তে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, ‘বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো অবস্থান থেকেই কোনো সমস্যা হওয়া কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করব। কারণ, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। গতকালই আমরা এ খবর পেয়েছি।’ তিনি বলেন, ‘একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের সমস্যা হওয়ার কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

মন্ত্রী বলেন, চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তিনি জানান, রোজা উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন বলেন, ‘ভোক্তা অধিকারের সাতটি দল বাজারে কাজ করছে। কোনো ভোক্তার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’