সোহরাওয়ার্দী উদ্যানে আলোর ঝলকানি

SHARE

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভকে ঘিরে আজ মঙ্গলবার রাত ঠিক আটটায় লেজার শো ও আতশবাজির মধ্যে দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূরের কণ্ঠে ধারণ করা জাতির পিতা বঙ্গবন্ধুকে জাতির বিনম্র অভিভাবন জানানোর মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর ‘শোন একটি মুজিবরের থেকে…বাংলাদেশ, আমার বাংলাদেশ’ গানের সুরে শুরু হয় লেজার শো ও আতশবাজি। অল্প কিছু সময় ধরে চলে এই অনুষ্ঠান। আতশবাজির গুচ্ছ আলোয় উদ্ভাসিত হয় পুরো এলাকা।
করোনাভাইরাসের কারণে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মূল অনুষ্ঠানস্থলে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার। মূল অনুষ্ঠানস্থলে নির্ধারিত লোক ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবে অসংখ্য মানুষ কিছু দূরে থেকে এই অনুষ্ঠান দেখেছেন। যখন মূল অনুষ্ঠান শেষ হয়, তখন সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য মানুষকে ঢুকতে দেখা যায়।