ইতালিফেরতদের সাথে একই ফ্লাইটে ১৬ বাংলাদেশি এসেছেন দুবাই থেকে

SHARE

করোনাভাইরাসে বিপর্যন্ত ইতালি থেকে ১২৬ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটযোগে আজ সকাল সাড়ে ৮টার দিকে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তাদের সবাইকে পাশের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। উল্লেখ্য, একই ফ্লাইটে মোট ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাকি ১৬ জন দুবাই থেকে ফ্লাইটে উঠেছেন বলে জানা গেছে।

ইতালিফেরতদের নিয়ে এমনিতেই আশঙ্কা রয়েছে। তাদের সঙ্গে একই ফ্লইটে আসার কারণে দুবাই থেকে বিমানে ওঠা অন্য যাত্রীরাও ঝুঁকিমুক্ত নন। কাজেই ইতালিফেরতদের সাথে তাদেরও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘সেই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২৬ জন ইতালি থেকে এসেছেন। তাদের হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, ‘১৪২ জন যাত্রী নিয়ে এমিরেটসের (ইকে ৫৮২) ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় আসে। সেই ফ্লাইটে যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হবে কি হবে না, সে পদক্ষেপ নেবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।’