তামিম-লিটনকে নিয়ে নিশ্চিন্ত অধিনায়ক

SHARE

ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা অনেকদিনের। একপ্রান্ত আগলে রাখা তামিম ইকবালের সঙ্গে কেউই থিতু হতে পারছিলেন না। তামিমও গত কয়েকমাস ফর্ম হারিয়ে সমালোচিত হয়েছেন। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তামিম-লিটন দুজনেই স্বরূপে দেখা দিয়েছেন। তিন ম্যাচের দুজনেই দুটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রতিপক্ষ দুর্বল হলেও তামিম-লিটনের ব্যাটিং সবার প্রশংসা আদায় করে নিয়েছে। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের আগে নিশ্চিন্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবাই লিটনের সামর্থ্য সম্পর্কে জানি। তার বর্তমান ব্যাটিং সত্যিই সন্তুষ্টির বিষয়। আশা করি তিনি এটি ধরে রাখবেন। আপনারা হয়তো তামিম ইকবালের স্ট্রাইক রেটের কথা বলবেন। তবে আমার মতে সে যদি এই খেলা চালিয়ে যেতে পারে, তাহলে এই সিরিজেও সেঞ্চুরি করতে পারবে। তামিমকে নিয়ে আমার কোনো ভয় নেই। সে খুবই ভালো ফর্মে আছে এবং বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক রানের মালিক।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তামিম-লিটনের থেকে শতরানের পার্টনারশিপ আশা করছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘তামিম ও লিটন যেভাবে ব্যাট করছে, আমার মনে হয় এই ফরম্যাটে আরও সেঞ্চুরির জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আমাদের ব্যাটসম্যানরা সত্যিই ভালো ব্যাট করছে। আশা করছি ভালো রান তুলতে পারব। শিশির কিছুটা সমস্যা করতে পারে। তবে আমি এখনো বিশ্বাস করি যে কোনো পরিস্থিতিতে আমরা ম্যাচ জিততে পারব।’