রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

SHARE

cocktel5বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দশম দিনের অবরোধ এবং সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে শান্তিনগরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশ ধাওয়া দিলে সরে যান মিছিলকারীরা।

সকালে পুরান ঢাকার বদরুন্নেসা কলেজের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

সকাল পৌনে ৯টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রদল। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলা পৌনে ১১টার দিকে মৌচাক মার্কেটের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।