সিরিজের প্রথম ম্যাচে হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। আজ তৃতীয় ম্যাচেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন লিটন দাস। শুধু সেঞ্চুরিই নয়, ৭ ওভার কমে যাওয়া ম্যাচে এই ড্যাশিং ওপেনার এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে ১৭৬ রানে।
লিটনের ১৪৩ বলের টর্নেডো ইনিংসে ছিল ১৬টি চার এবং ৮টি ছক্কার মার। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ড ছিল তার ওপেনিং সঙ্গী তামিম ইকবালের- ১৫৮। একইসঙ্গে তামিম ইকবালের ৭ ছক্কা ছাড়িয়ে ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কায় আরেকটি রেকর্ডও গড়েন লিটন।
লিটনের বিদায়ের সঙ্গে ভাঙে ২৯২ রানের ওপেনিং জুটি! ওয়ানডে ফরম্যাটে এটা যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। অন্যপ্রান্তে থাকা তামিম ইকবালও সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের রেকর্ড গড়া ইনিংসে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে গড়েছে তিনশ ছাড়ানো সংগ্রহ।