করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, প্রস্তুত আছি : স্বাস্থ্যমন্ত্রী

SHARE

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের আশপাশের দেশে যেহেতু করোনাভাইরাস এসে গেছে তাই বাংলাদেশেও যে আসবে না এটা নিশ্চিত বলা যায় না। আমরা প্রায় সবসময় প্রস্তুত আছি, প্রস্তুতি আরো বৃদ্ধি করছি। করোনাভাইরাস চলে এলেও আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিয়েছি।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস ও ডেঙ্গু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশি যারা বিদেশে চাকরি করেন, নেহাত জরুরি না হলে এখন দেশে আসা এড়াতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশ আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের মানুষ কিংবা পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোন। দেশ ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে গমনাগমন বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, অনেক সন্দেহজনক রোগীকে চিকিৎসা ও স্ক্রিনিং করা হয়েছে। দেশের সবগুলো বন্দরে ২৪ ঘণ্টা স্ক্রিনিং চলছে। সেই হিসেবে এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে ৪ লাখ ১৮ হাজার লোককে। আমরা প্রায় ১০০ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেছি। আশপাশের দেশে করোনাভাইরাস এসে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।