ফ্রান্সের ব্যাঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি হেব্দো অফিসে সন্ত্রাসী হামলার সপ্তাহখানেক পর পত্রিকাটির যে প্রথম সংখ্যা বেরোয় সেটির প্রচ্ছদেও আছে রাসুল মুহাম্মদের (সা.) কার্টুন।
কার্টুনটিতে দেখা যাচ্ছে যে, সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরনে শোক জানিয়ে ‘যে সুই শার্লি’ বা ‘আমিই শার্লি’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন।
শার্লি হেব্দো’র নতুন সংখ্যার প্রচ্ছদে আবারো মোহাম্মদের কার্টুন ছাপানোর ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ।
এই প্রচ্ছদটিকে অপমানজনক, অপরাধমূলক ও ধর্মদ্রোহী কাজ হিসেবে উল্লেখ করেছে তুরস্কের আদালত।
তাই, এই প্রচ্ছদটি যে সব ওয়েবসাইটে থাকবে সেগুলোকে ব্লক করার জন্য আদেশ দেয়া হয়েছে।
আর শার্লি হেব্দো পত্রিকাটিকে নিষিদ্ধ করেছে সেনেগাল।
শার্লি হেব্দোর প্রচ্ছদের কার্টুনটি লিবারেশান নামে ফ্রান্সের আরেকটি পত্রিকায় ছাপা হবার কারণে সেই পত্রিকাটিকেও সেনেগালে নিষিদ্ধ করা হয়েছে।
প্রচ্ছদে আবারো হযরত মুহাম্মদের কার্টুন আঁকায় জর্ডানের আল-দুস্তোর পত্রিকা লিখেছে, ‘শার্লি হেব্দো আবারো প্ররোচনা দিচ্ছে’।
প্রচ্ছদ ছাপানোর এই বিষয়টিকে ইরানের অফিসিয়াল টিভি চ্যানেল আইআরআইএনএন –ও ‘একটি উস্কানিমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেছে।
নতুন এই প্রচ্ছদ হয়তো আবারো নতুন কোনো সহিংসতার কারণ হতে পারে বলে আশঙ্কা করে একটি খবরও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।– বিবিসি