মালালার মামলা দিয়ে শুরু

SHARE

malalaশান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর জঙ্গি হামলার মামলা দিয়ে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের সামরিক আদালতের কার্যক্রম।

পেশোয়ার হামলার পর, জঙ্গিদের দ্রুত বিচারে বিশেষ এ আদালত গঠনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।

এরই মধ্যে গিলগিত-বালতিস্তানে সামরিক আদালত গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাজ শেষ হলেই, সন্ত্রাসবিরোধী আদালত থেকে মালালা ইউসুফজাইয়ের মামলাটি সেখানে স্থানান্তর করা হবে।

২০১২ সালে তেহরিক-ই-তালেবানের হামলায় গুরুতর আহত হন পাকিস্তানের নারী-শিক্ষা কর্মী মালালা। লন্ডনে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন তিনি।

এছাড়া ২০১৩ সালে নাঙ্গা পর্বতে পর্বতারোহীদের উপর জঙ্গি হামলার মামলাও তোলা হবে সামরিক আদালতে। ২০১৩ সালের ওই হামলায় বিদেশি পর্যটকসহ ১০ নিহত হয়।