গ্রামের চেয়ে শহরে অটিজমের প্রবণতা বেশি

SHARE

শহর এলাকায় অটিজমের প্রবণতা বেশি, গ্রামে কম। তবে এর সঠিক কারণ এখনো নির্ণয় হয়নি। কেবল বাংলাদেশে নয় সারা বিশ্বেই এমন পরিস্থিতি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম -ইপনা আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

একই সঙ্গে বিশেষজ্ঞরা প্রসূতি নারীদের প্রথম ১২ সপ্তাহের মধ্যেই স্ক্রীনিংয়ের ওপর জোর দেন। এ ক্ষেত্রে সচেতনতা বাড়াতে পারলে বড় উপকার হবে হলেও তারা মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আক্তার, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু,ডা. কানিজ ফাতেমা, প্রশিক্ষণ সমন্বয়কারী ডা. মাজহারুল মান্নান।