লা ডেসিমা ও চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড
গত মরসুমে রিয়াল মাদ্রিদের কাঙ্খিত লা ডেসিমা জয়ের অন্যতম নায়ক রোনাল্ডো। যে ট্রফি জয়ের পথে ১১ ম্যাচে ১৭ গোল করে পর্তুগিজ তারকা ভেঙে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে মেসির এক মরসুমে করা ১৫ গোলের রেকর্ডও।
হ্যাটট্রিকের রাজা
পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা
পলেতার ৪৭ গোলের রেকর্ড ভেঙে হয়েছেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে এখন রোনাল্ডোর গোল ৫২টি।
স্যান্টিয়াগো বার্নাব্যুতে অপ্রতিরোধ্য
গত বছর রিয়ালের ঘরের মাঠে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন রোনাল্ডো। স্যান্টিয়াগো বার্নাব্যুতে লিগের যতগুলো ম্যাচ হয়েছে, সব কটিতেই গোল পেয়েছেন। ১৪ ম্যাচে করেছেন ২৩ গোল।
চলতি মরসুমের ধারাবাহিকতা
গোলক্ষুধা দিন দিন যেন বেড়েই চলেছে রোনাল্ডোর। এই মরসুমেও লা লিগায় এরই মধ্যে ১৬ ম্যাচে করেছেন ২৬ গোল! লা লিগায় টানা ছয় মরসুমে ২৫টির বেশি গোল করা প্রথম ফুটবলার রোনাল্ডো৷