বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্র দিল্লি

SHARE

ভারতের মুসলিমবিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ফের উত্তপ্ত দিল্লি। মৌজপুর এলাকা রণক্ষেত্রের চেহারায় রূপ নিয়েছে আজ রবিবার। এলাকায় মেট্রোও বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণের জন্য।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে একটি মিছিল চলছিল মৌজপুর এলাকায়। কাছে জাফরাবাদে চলছে সিএএ বিরোধী বিক্ষোভ। মৌজপুরের মিছিলে এদিন পাথর ছোড়ার অভিযোগ ওঠেছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য এলাকা থেকে ডিসিপিদের ডাকা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী (সিএএ) ও সিএএ-র পক্ষে থাকা লোকজনের মধ্যে ঝামেলা শুরু হয়। দুপুর ৩টার দিকে জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে হাজির হন বিজেপি নেতা কপিল মিশ্র ও তার অনুসারীরা। ৪টার দিকে তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে একদল লোক। ভিড় এত বেড়ে যায় যে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থল থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও শোনা গেছে।