‌যে কোনো একটি ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন কোহলি

SHARE

বর্তমান সময়ে ক্রিকেটের তিন ফরম্যাট দাপিয়ে বেড়াচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে আর বেশিদিন নয়, বছর তিনেক পর তিনি একটি ফরম্যাট থেকে অবসর নিতে চান। নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচের আগে কোহলি তার ক্যারিয়ার নিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন। সামনে ভরা ক্রিকেট মরসুম ভারতের। পরের ৩ বছরে ২টি টি টোয়েন্টি এবং একটি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। সেই ইভেন্টগুলোর পরেই হয়তো যে কোনো একটি ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি।

ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি বড় প্রেক্ষাপটে দেখছি। কঠিন ৩টি বছরের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। এর পরেই হয়তো অন্য কথাবার্তা শুনতে পাবেন আমার কাছ থেকে। আগামী দুই-তিন বছরে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার বয়স যখন ৩৪ বা ৩৫ হবে, তখন শরীর হয়তো বেশি ধকল নিতে পারবে না। তখন কোনো একটা ছাড়তে হবে। আগামী তিন বছরে দল আমার থেকে অনেককিছুই চাচ্ছে। সুতরাং একইভাবে খেলে যেতে চাই।’

কোহলির বয়স এখন ৩১। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটারও তিনি। কিন্তু টানা ক্রিকেট খেলে যাওয়ার ধকল তার শরীর বেশিদিন নিতে পারবে না। কোহলি জানেন এই সত্যিটা। তাই ভারত অধিনায়ক বলছেন, ‘প্রায় ৮ বছর ধরে আমি বছরে ৩০০ দিন ক্রিকেট খেলে চলেছি। এর মধ্যে রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, প্র্যাকটিস সেশন। সব সময়ে নিজের সেরাটা উজার করে দিতে হয় মাঠে। সব কিছু মিলিয়ে শরীরের উপরে চাপ পড়ে যায়।’