করোনাভাইরাস আতঙ্কে ইয়োকোহামা বন্দরের কাছে কয়েকদিন ধরে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসকে। এই জাহাজে ছয় জন ভারতীয় যাত্রী আছেন। এছাড়াও একশ ৩৮ জন ক্রু রয়েছেন। তারা সেখানে আটকা পড়েছেন। তার মধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আজ শুক্রবার জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা ভারতীয়দের করোনাভাইরাস টেস্ট করানো হয়েছিল। তাদের মধ্যে আরো একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে দুই জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তবে আক্রান্তদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। দূতাবাস জানিয়েছে তারা নিয়মিত পরিস্থিতির দিকে নজর রাখছে।
জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়ারান্টাইনে জাহাজে এখন পর্যন্ত ২১৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চীনের বাইরে একক কোনো জায়গায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এই জাহাজেই। করোনাভাইরাসের সংক্রমণের কারণে জাহাজটিকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিন জন ভারতীয়সহ জাহাজে করোনা আক্রান্ত ২১৮ জন রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ওই তিন জন ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ এখনো দেখা যায়নি।
করোনাভাইরাস আতঙ্কে ইয়োকোহামা বন্দরের বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। জাহাজটির মধ্যে তিন হাজার সাতশ ১১ জন মানুষ রয়েছেন। জাহাজটিতে মোট একশ ৩৮ জন ভারতীয় ক্রু রয়েছেন। তাছাড়া যাত্রী রয়েছে ছয় জন।