দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই। চীন ফেরত যাদের মাঝে এই ভাইরাস পাওয়া গেছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ। আজ শুক্রবার বিকেলে মাদারীপুরে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (এমপি)।
তিনি আরো বলেন, করোনাভাইরাস যাতে দেশে না ঢুকতে পারে তার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। এমনকি মেডিক্যাল টিমও রাখা হয়েছে। বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১২ হাজার যাত্রী আসে। এই মেডিক্যাল টিম ২৪ ঘণ্টা এসব যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করছে। কারো দেহে এই রোগের ভাইরাস পাওয়া গেলে তাকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের মঙ্গল কামনা করে না। মানুষকে আতঙ্কিত করা মোটেই কাম্য নয়। সকলে সজাগ থাকলে করোনাভাইরাস ছড়ানোর সম্ভবনা নেই। বন্ধু দেশ চায়নায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য সেবার সরঞ্জামাদি পাঠাব। করোনাভাইরাসে চায়নায় প্রায় দুই হাজারের মতো মানুষ মারা গেছে। আরো প্রায় ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে আছে।
মন্ত্রী বলেন, চীনে আটকা পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সরকারের আরো উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। চীন থেকে যদি কেউ এই করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে ফিরে তাহলে ডব্লিউএইচও’র গাইড লাইন ফলো করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। উপজেলা ও জেলা পর্যায়ে যেসব সরকারি হাসপাতাল রয়েছে তারও সেবার মান অনেক উন্নত করা হয়েছে। হাসপাতালগুলোতে স্থাপন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এমপি), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।
পরে মন্ত্রী মাদারীপুর সদর হাসপাতালে আছমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ১২তম আন্তর্জাতিক তালু কাটা ও ঠোট কাটা ক্যাম্পের উদ্বোধন করেন।