সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪৭৪০ করোনা আক্রান্ত রোগী

SHARE

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট হাজার দু’শ চার জন রোগী গুরুতর অবস্থায় রয়েছেন। আর ১৬ হাজার ৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। মোট চার হাজার সাতশ ৪০ জন সেরে ওঠার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

করোনায় মারা গেছে মোট এক হাজার একশ ১৩ জন। চীনে জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার একদিনে এই ভাইরাসে মারা গেছেন ৯৭ জন। তাদের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে, একজন হেনান, হুনানে মৃত্যু হয়েছে একজনের এবং চোংগকিংগে মৃত্যু হয়েছে একজনের বলে খবর পাওয়া গেছে।

কমিশন আরো জানিয়েছে, মঙ্গলবার আরো দু’হাজার ১৫ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আটশ ৭১ জন রোগী গুরুতর অসুস্থ ও সাতশ ৪৪ জন এই রোগ থেকে সেরে ওঠার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার শেষে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ছয়শ ৫৩ জন।