সংরক্ষিত তেলের ১৫ মিলিয়ন ব্যারেল বেচতে চান ট্রাম্প

SHARE

যুক্তরাষ্ট্রের জরুরি প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা তেল থেকে ১৫ মিলিয়ন ব্যারেল বিক্রি করে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ২০২১ সালের বাজেটের পরিকল্পনার অংশ হিসেবে ওই তেল বিক্রির প্রস্তাব দিয়েছেন তিনি।

ট্রাম্পের প্রস্তাবটি বর্তমানে কংগ্রেসে পাসের অপেক্ষায় রয়েছে। পাস হলে, তেল বিক্রির অর্থ দিয়ে জ্বালানি বিষয়ক দপ্তরের কর্মকান্ডের খরচ বহন করা হবে।

পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্রের তেল সংরক্ষণাগার সবচেয়ে বড়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তেল সংরক্ষণ করে রাখছে দেশটি। জানা গেছে, ২০২৭ সালে সরকারি কাজেরে জন্য আরো ২৬০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির বিষয়টি উঠতে পারে।

এর আগে ২০১৭ সালে ট্রাম্প চেয়েছিলেন সংরক্ষিত তেলের অর্ধেক বিক্রি করে দেবেন। জানা গেছে, এখন পর্যন্ত ৬৩৫ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণ করে রেখেছে যুক্তরাষ্ট্র।