আমরা বিএনপি-জামায়াতকে আর ভয় পাই না : নাসিম

SHARE

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা এখন আর বিএনপি-জামায়াত শক্তিকে ভয় পাই না। ওদের কি শক্তি আছে আমরা তা জেনে গেছি। আমি শুধু ভয় পাই, মানুষ কেন ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছে না? সমস্ত শহরে গ্রামে আজকে অর্থনৈতিক জোরদার হয়েছে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় প্রয়াণ দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, এত উন্নয়নের পরে, এত সফলতার পরেও ভোট দিতে ভোটারদের কেন অনীহা হচ্ছে। কেন মানুষ ঘর থেকে বের হয়ে ভোট দিতে যাচ্ছে না। এর জন্য উপলব্ধি করতে হবে। আত্ম উপলদ্ধি করার সময় এসে গেছে আমাদের।

তিনি বলেন, আমাদের ভুল নাই তা বলব না। ভুল ত্রুটি অবশ্যই আছে। সব সরকারের ভুল আছে, আমাদেরও ভুল আছে।

তিনি আরো বলেন, আজকে এটা নিশ্চয়ই উপলব্ধি করতে হবে। কোথায় আমাদের ঘাটতি আছে, সেটা দেখতে হবে। সেটা না হলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো থাকবেন না। চক্রান্তকারীরা এখনও কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যেকোনো সময় ছোবল মারতে পারে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।