করোনাভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিক মারা গেছেন চীনের উহানে। বেইজিংয়ে মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে। উহানে মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল কোনো বিদেশি নাগরিকের।

বেইজিংয়ের মার্কিন দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তার বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভর্তি করানো হয়েছিল উহানের একটি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছেই। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতশ ২৪ জনে। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার আটশ ৮৮ জনে দাঁড়িয়েছে।

করোনা আতঙ্কে বিপাকে পড়ে অন্তত ১৭টি শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে চীন। বিভিন্ন দেশও করোনাভাইরাস থেকে বাঁচতে চীনের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকছে। এদিকে জাপানের যাত্রীবাহী সেই জাহাজে অন্তত ৬১ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সমুদ্রে থাকা সেই জাহাজেই রয়েছেন।